ভূমি মন্ত্রণালয়ের ১০/০২/২০২২ খ্রিস্টাব্দের ৩১.০০.০০০০.০৫০.৬৮.০২০.০৯(অংশ-২)-৩২ নং স্মাররকে জলমহাল ব্যবস্থাপনা নীতি , ২০০৯ অনুযায়ী ২০ একরের নিম্নে জলমহাল ইজারার জন্য অনলাইনে (jm.lams.gov.bd) আবেদন দাখিলের বিধান প্রবর্তন করায় পুঠিয়া উপজেলার ১৬ (ষোল)টি বদ্ধ জলমহাল ১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ হতে ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদে নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি কর্তৃক অনলাইনে ইজারার আবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সেপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা থেকে সাধারণ আবেদনে ১৪২৯ বঙ্গাব্দে জলমহালের ইজারা ব্যবস্থাপনা নির্ধারিত বর্ষ পঞ্জিকার (Calender Year) মধ্যে নিষ্পন্ন করার লক্ষ্যে প্রকৃত মৎসজীবী সমিতির নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS