১। পুঠিয়া উপজেলার সকল সিএস, এসএ, আরএস খতিয়ান ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস) প্রকল্পের আওতায় স্ক্যান করে ডিজিটাল খতিয়ানে রূপান্তর করা হয়েছে। এছাড়াও প্রস্তাবিত খতিয়ান সমূহের স্ক্যান কার্যক্রম চলমান আছে।
২। পুঠিয়া উপজেলার সকল মৌজা ম্যাপ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস) প্রকল্পের আওতায় স্ক্যান করে ডিজিটাল কপিতে রূপান্তর করা হয়েছে। ফলে জনগণ যে কোন জায়গা থেকে এগুলো দেখতে পারে।
৩। ৩০ দিনের মধ্যে নামজারী, জমাভাগ ও জমাএকত্রিকরণের আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।
৪। পুঠিয়া উপজেলা ভূমি অফিসের মিসকেস ও নামজারী রিভিউ কেস নিষ্পত্তির সংখ্যা আছে ২৫-৩০টি। ফলে জনগণ দ্রুত তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে।
৫। পুঠিয়া উপজেলায় একটি গুচ্ছগ্রাম করা হয়েছে। সেখোনে ১৫০টি ভূমিহীন পরিবার থাকার সুযোগ পাচ্ছে।
৬। পুঠিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-১ ও আশ্রয়ণ প্রকল্প-২ নামে দুটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। সেখোনে ২৫টি ভূমিহীন পরিবার বসবাস করছে।